Wednesday 6 December 2017

কথার শক্তি : Nothing more powerfull than word


অনেক ভেবে চিন্তে দেখলাম পৃথিবীতে কথার চাইতে শক্তিশালী কিছু নাই। অস্ত্রের ক্ষমতা খুবই সীমিত পক্ষান্তরে, কথার ক্ষমতা অসীম, এর ক্ষমতা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সময়ের মাপকাঠিতে মাপা যায় না। কথা একবার মুখ থেকে বের হলে আর ফেরত নেয়া যায় না। অনেক সময় দেখা যায়, কথার ফলশ্রুতিতে বড় বড় যুদ্ধ, দাঙ্গা, হাঙ্গামা বেধে যায়। সমাজ জীবনে এর প্রভাব প্রকট। খোলামেলা ভাবে বলতে গেলে বলতে হয় কথার মাধ্যমে কারও জীবন বাঁচানো যায় এবং অন্যদিকে কথার মাধ্যমে কারও জীবন ধ্বংশ করা যায়। ধরা যাক, আপনি কারও সাথে আলাপচারিতায় ব্যস্ত এবং কথা প্রসংগে কোন ব্যক্তি সম্পর্কে আপনার কাছে বলা হল উনি খুব খারাপ প্রকৃতির লোক এবং কিছুক্ষণের মধ্যে উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। এখন আপনি উক্ত ব্যক্তি সম্পর্কে কি ভাববেন যখন আপনি উনার সাথে সাক্ষাত করবেন। হ্যা, আপনি তাকে খারাপ লোক বলেই অভিহিত করবেন এবং এটাই স্বাভাবিক। যদি আপনি খুবই উন্নত যুক্তি ও মূল্যবোধের লোক হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই তথ্যের সত্যতা যাচাই করে তাকে ভাল বা মন্দ বলবেন, তাই না? তথাপিও আপনি তাকে নেতিবাচক ভঙ্গিতেই বিচার করবেন। এটাই মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। একইভাবে খুব নিচু এবং খারাপ প্রকৃতির লোককেও যদি ভাল বলে কেউ আপনাকে পরিচয় করিয়ে দেয় তাহলে তাকে প্রথমেই ভাল বিবেচনা করে তার চরিত্র অংকন করবেন। এমন লোক খুজে পাওয়া দুঃষ্কর যিনি নিরপেক্ষ থাকবেন।

সামাজিক জীবনে আমরা প্রায়ই বলে থাকি অমুক কমিশনার চোর, অমুক মেম্বার চোরের সর্দার, অমুকে হারমর্দ লোক কিন্তু আমরা কখনও ভাবি না এটা যে, যার নামে কুৎসা রটনা করা হল সে আসলেই খারাপ লোক কিনা ? নিদেনপক্ষে নূন্যতম সাক্ষ্যও আমরা যোগাড় করতে পারব কিনা। সবচেয়ে বড় বিচারক আল্লাহ্পাক যিনি সবকিছু দেখেন, জানেন ও শুনেন। তার বিচারে কোন ভূল নাই।
 এত গেল এক প্রকার, আসুন কথা সম্পর্কে আমরা আমাদের জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধশালী করে তুলি। সত্যের মৃত্যু নাই, এটা আমরা সবাই জানি কিন্তু কয়জন মানি? তাই তো সমাজে দেখা যায় মিথ্যার জয়জয়কার। কথা প্রসংগে এক মুরব্বীর সাথে বললাম কারও উপর জুলুম অত্যাচার করে কিছু চাপিয়ে দেয়ার কোনই মানে নেই এতে সম্মান তো বৃদ্ধি পায়ই না ববং মানুষের কাছে নিন্দনীয় বলে বিবেচিত হয়। উনার উত্তর হল ক্ষমতা আছে সেটা দেখিয়ে দিলাম। পরবর্তীতে ভেবে দেখলামপৃথিবীটা এভাবেই চলছে। যেন ক্ষমতার জয় জয়কার কিন্তু গত পরশু যখন রহমান টেইলার্স এর মালিক রহমান ভায়ের বাবাকে কবর দিয়ে আসলাম; ফিরতে ফিরতে ভাবলাম কদিন পরই তো আমাকে অন্যের কাধে চড়ে আসতে হবে।

কেউ আপনাকে খারাপ বললেই কিন্তু তাকে খারাপ ভাবা ঠিক হবে না। আপনাকে ভাবতে হবে আসলেই তার অভিযোগ কতটুকু সত্যি এবং যে বলছে তার মোটিভ কি? এমন তো হতে পারে আপনি এটা নিজ দোষেই অর্জন করেছেন।

আইসক্রীম